নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত | Daily Chandni Bazar নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ০২:৩৭
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে নাটোরের লালপুর উপজেলা  প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১১ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ২৭ জন, ১০ টি পদে মনোনয়ন উত্তোলন হলেও ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি -সম্পাদক সহ ৫টি পদে ভোট গ্রহন হয়। এতে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার লালপুর প্রতিনিধি সালাহ্ উদ্দিন( কলম)প্রতীক নিয়ে ২১ ভোট পেয়ে নির্বাচি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনতাজ আলী( দোয়াতকলম)প্রতীক পেয়েছেন ৬ ভোট। 
সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার লালপুর প্রতিনিধি ফারহানুর রহমান রবিন(ক্যামেরা)প্রতীকে ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় অর্থনীতির স্টাফ রিপোর্টার জামিরুল ইসলাম(মোবাইল) প্রতীকে পেয়েছেন ১২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদে, ফজলুর রহমান (ফ্যান) প্রতীকে ১৫ ভোট,সজিবুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক আল বেরুনি(আম)প্রতীকে ১৬ ভোট,দপ্তর সম্পাদক পদে সাব্বির আহম্মেদ মিঠু(পানির বোতল) প্রতীকে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 
বাকী ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,সহ-সভাপতি পদে প্রভাষক শাহীন ইসলাম,আব্দুল মোতালেব রায়হান, অর্থ সম্পাদক পদে জামিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবর রহমান,ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ শিমুল আলী, কার্যকরী সদস্য পদে ২জন আব্দুর রশিদ ও মোয়াজ্জেম হোসেন। 
নির্বাচনের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী জানান, সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, এসময় লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ,লালপুর থানা কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ভোট গ্রহন কার্যক্রম পরিদর্শন করেন।