প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ০২:৫৩
নাটোরে ইউএনও'র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন
নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার বদলী ঠেকাতে মানববন্ধন হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টায় উপজেলার প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল ১০টায় এই কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাতে গোনা কয়েকজনের উপস্থিতি দেখে ব্যানার গুটিয়ে রাখা হয়। পরবর্তীতে দুপুর ১টায় নাটোর থেকে কয়েকজন উপস্থিত হয়ে ২০/৩০ জন শিক্ষার্থী স্বল্প পরিসরে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ছাত্ররা অভিযোগ করেন একটি পক্ষ তাদের কর্মসূচি পালনে বাঁধা প্রদান করেছেন। তারা ইউএনওর বদলী প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরর ছাত্র প্রতিনিধি শিশির মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র নেতা মেহেদী হাসান, নাহিদুল ইসলাম, ফজাল হোসেন, ইসতিয়াক আহমেদ প্রমুখ।
এদিকে নাম না বলা শর্তে প্রশাসনের একাধিক কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহিতা সূত্রে জানা গেছে, ইউএনও যোগদানের পর থেকেই অনিয়মিত অফিস করেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা-সেমিনারে দেরিতে আসেন। প্রায় প্রতিদিনই তিনি দুপুর পর্যন্ত নিজ বাংলোতে অবস্থান করেন।
ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, কে বা কারা এই মানববন্ধনের আয়োজন করেছে তা তার জানা নেই।
উল্লেখ্য গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা কে সিংড়া হতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেয়া হয়।