কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার | Daily Chandni Bazar কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ০০:৪৩
কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামের এক সাপুড়িয়ার কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যর ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর ১ টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা। সোমবার রাত নয়টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়।
 
 এসময় এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সংগঠনটির সদস্যরা। ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। 
এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, ওই সাপুড়িয়া সাপ দুটি দিয়ে খেলা দেখাচ্ছিল। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল  উপস্থিত হয়ে সাপ দুটিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে সাপ দুটি বনে অবমুক্ত করা হবে। দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিশ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ।