কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন | Daily Chandni Bazar কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ০০:৪৫
কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন

পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধীয় জমির ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। প্রতিপক্ষের ঘরে আগুন লাগানোর সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পরে লালুয়া ইউনিয়নের বানাতিবাজারের পূর্ব পাশে কলাউপাড়ায় সুজন মৃধার ভাড়াটিয়া বসত ঘরে। এ সময় দুটি টিনের ঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। অপর একটি টিনের ঘর রামদা দিয়ে কোপিয়ে ভাঙচুর করেছে।
 
সরজমিনে জানা যায়, মো আরিফুর রহমান সুজন মৃধা অনুমান ৫/৬ বছর পূর্ব উক্ত জমি পৈত্রিক সূত্র  প্রাপ্ত হয়ে বসত ঘর তৈরি করে। পরে জনৈক লিটন প্যাদার নিকট ভাড়া দেয়। সেই থেকে লিটন প্যাদা উক্ত ঘরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। ঘটনার দিন সন্ধ্যার পরে প্রতিপক্ষ  মহল্লাপাড়া এলাকার মো.হেলাল খান (৫০), মো.ফয়েজ খান(২৮) ও মো.তাসিন(২১) জমি ক্রয় সূত্রে মালিকানা দাবি করে। ঘটনাস্থলে এসে রামদা দিয়া সুজন মৃধার টিনের ঘরের টিনের বেড়া কোপাইয়া ও পিটাইয়া ভাঙচুর করে এবং সুজন মৃধার অপর একটি পরিত্যক্ত একচালা টিনের ঘরের মধ্যে থাকা ঘর তৈরি করার জন্য কাঠ রাখা ছিল। উক্ত কাঠে তারা আগুন দেয়, উক্ত ঘটনা সুজন মৃধার ভাড়াটিয়া জনৈক লিটন প্যাদা ও তার পরিবারের লোকজন দেখে ডাক চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ও স্থানীয় চৌকিদার রাজিব,নুরুজ্জামাল এবং মেম্বার কাওসার তালুকদার ও রবিউল হাওলাদারসহ স্থানীয় লোকজন এসে  আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে  যায়।
এ ব্যাপারে মো.হেলাল খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমি আমার ক্রয়কৃত।
এ ব্যাপারে, মো আরিফুর রহমান সুজন মৃধা বাদি হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।