র‌্যাবের যৌথ অভিযানে যুবলীগ নেতা আনোয়ার হোসেন খান গ্রেফতার | Daily Chandni Bazar র‌্যাবের যৌথ অভিযানে যুবলীগ নেতা আনোয়ার হোসেন খান গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ০০:৫৬
র‌্যাবের যৌথ অভিযানে যুবলীগ নেতা আনোয়ার হোসেন খান গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাবের যৌথ অভিযানে যুবলীগ নেতা আনোয়ার হোসেন খান গ্রেফতার

র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমসহ ককটেল বিস্ফোরণ সংক্রান্তে দায়েরকৃত দুটি মামলার অন্যতম প্রধান আসামি ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।

 গত ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে তাড়াশ থানা আওয়ামী লীগ সেক্রেটারি সঞ্চিত কর্মকার ও সাবেক এমপি আব্দুল আজিজের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের উপর হামলা করা হয়। হামলায় আনোয়ার হোসেন খানসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। হামলায় আব্দুল মান্নান তালুকদার গুরুতর আহত হন এবং তার গাড়ীও ভাংচুর করা হয়। পরবর্তীতে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করে।

এ ঘটনায় তাড়াশ থানায় দুটি নাশকতার মামলা দায়ের হয়, মামলা নং-০৪, তারিখ-১১/০৯/২০২৪ এবং মামলা নং-৯, তারিখ-২৪/০৮/২০২৪।

মামলাসমূহের পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর ২০২৪ তারিখে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন খানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন খান (৫০) তাড়াশ উপজেলার খানপাড়া গ্রামের মৃত বক্স খানের পুত্র। তাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। - খবর বিজ্ঞপ্তির