কেনাবেচায় ইচ্ছেমতো আলুর দাম বৃদ্ধি, ৫০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar কেনাবেচায় ইচ্ছেমতো আলুর দাম বৃদ্ধি, ৫০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ ০৯:৫৭
কেনাবেচায় ইচ্ছেমতো আলুর দাম বৃদ্ধি, ৫০ হাজার টাকা জরিমানা
জালাল উদ্দিন, রংপুরঃ

কেনাবেচায় ইচ্ছেমতো আলুর দাম বৃদ্ধি, ৫০ হাজার টাকা জরিমানা

আলুর বাজার স্থিতিশীল রাখতে রংপুরে হিমাগারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সেখানে আলু কেনাবেচায় ইচ্ছেমতো দাম বৃদ্ধি করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা এবং আলুর বাজার অস্থিতিশীল করায় দুই আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে সংস্থার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুর নগরীর ময়নাকুটি হিমাগারে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আনসার বাহিনীর সদস্য ও ছাত্র প্রতিনিধিরা। সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, আলুর দাম স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে জেলার হিমাগারগুলো পরিদর্শন করবো।