প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ০১:৫৩
কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে মানববন্ধন
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে ওই কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার, শান্ত, উজ্জল ও রাব্বি মোল্লাসহ আরও অনেকে। মানববন্ধন শুরুর আগে একদল দুর্বৃত্তরা তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার জানান, আওয়ামীলীগের দোষর বশির আহমেদ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। এখন তার অপসারন সময়ের দাবি। তাকে অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো। অপর শিক্ষার্থী রাব্বি মোল্লা বলেন, বসির স্যারের দর্নীতির শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমারা মানববন্ধন শুরু করার আগেই স্যারের সহযোগীরা আমাদের বাঁধা প্রদান এবং হামলা করেছে। তারপরও আমরা মানববন্ধন করেছি। তাকে অপসারন না করা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: বসির আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।