র‌্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জে 'পল্লী ফাউন্ডেশন' নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার প্রধান আসামি গ্রেফতার | Daily Chandni Bazar র‌্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জে 'পল্লী ফাউন্ডেশন' নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার প্রধান আসামি গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ০২:২২
র‌্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জে 'পল্লী ফাউন্ডেশন' নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার প্রধান আসামি গ্রেফতার
র‌্যাব-১২ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযান
প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জে 'পল্লী ফাউন্ডেশন' নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার প্রধান আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সিরাজগঞ্জ জেলায় 'পল্লী ফাউন্ডেশন' নামক একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার ঘটনার প্রধান আসামি শাহিদ শেখ @ নরুল হুদা'কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে।  

ঘটনাটি ২০২৪ সালের ১৬ মে, যখন শাহিদ শেখ (৪৮) ও কবির শেখ (৪৫) সহ অজ্ঞাত আরও ৫-৬ জন প্রতারক সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মুকুন্দগাঁতী এলাকায় একটি ভাড়া বাড়িতে "পল্লী ফাউন্ডেশন" নামক একটি ভুয়া এনজিও খুলে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। এ সময় তারা শাহ আলম প্রামানিক, হাফিজুল ইসলাম, ফরিদুল ইসলাম, আলমগীরসহ আরো অনেকের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা গ্রহণ করে, যার মোট পরিমাণ ২,৩৫,৯০০/- টাকা। পরে, ২০ মে ২০২৪ তারিখে, ভুক্তভোগী শাহ আলম প্রামানিক তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন নম্বর বন্ধ পায় এবং ভাড়া বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। 

এ ঘটনার পর শাহ আলম প্রামানিক বেলকুচি থানায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৪, ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধি অনুযায়ী এটি একটি প্রতারণার মামলা হিসেবে রুজু হয়।  

এই ঘটনার পর, র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে ১৩ নভেম্বর ২০২৪ তারিখে র‌্যাব-১২ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কুচিয়াগ্রাম বটতলা এলাকায় শাহিদ শেখ @ নরুল হুদা'কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫০০/- টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামি শাহিদ শেখ (৪৮) এর স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নওয়াপাড়া ৪ নং ওয়ার্ডে হলেও, সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাঁতী এলাকার পল্লী ফাউন্ডেশন নামক ভুয়া এনজিও পরিচালনা করছিল। তাকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

র‌্যাবের এই সফল অভিযানে মিথ্যা এনজিও প্রতিষ্ঠা করে জনগণের সাথে প্রতারণার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। - খবর বিজ্ঞপ্তির