সৈয়দপুরে সুদ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এলাকাবাসীর আল্টিমেটাম, মানববন্ধন | Daily Chandni Bazar সৈয়দপুরে সুদ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এলাকাবাসীর আল্টিমেটাম, মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ০২:৪২
সৈয়দপুরে সুদ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এলাকাবাসীর আল্টিমেটাম, মানববন্ধন
উপজেলা সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারীঃ

সৈয়দপুরে সুদ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এলাকাবাসীর আল্টিমেটাম, মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় সুদ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এলাকাবাসী একটি কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (১৪ নভেম্বর) রাতে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে স্থানীয় শত শত নারী, পুরুষ ও তরুণরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনকারীরা চিহ্নিত সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে কুশপুত্তলিকা দাহ করেন। সেই সঙ্গে তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার, সাবেক মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, অবাঙ্গালি ক্যাম্প ইনচার্জ হামিদা বেগম, ইকবাল হোসেন, মিঠুন প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন জীবন।

এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে ওই মাদক ও সুদ ব্যবসায়ীদের হামলায় একটি দরিদ্র পরিবারের তরুণকে গুরুতরভাবে আহত করা হয়, যার শরীরে ৩৬টি সেলাই পড়েছে। এতে এলাকার লোকজন আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা এসব ব্যবসায়ী ও চক্রের সদস্যদের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 

এলাকাবাসীর অভিযোগ, সুদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় তারা হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। গোলাহাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোরশেদ, সাগর, জীবন, সোহাগ, বাল্লি, ফকরু, অশোক, জোসনা, আনজুয়ারাসহ আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে তারা জামিন নিয়ে আবারও তাদের কার্যক্রম শুরু করছে এবং পুরো এলাকা অস্থির করে তুলছে।

বক্তারা জানান, এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সুদ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবেন। রুপা বেগম বলেন, "এলাকায় এক মাস ধরে তারা ত্রাস সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে দা দিয়ে কোপানো হচ্ছে এবং মারধরের হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের আচরণ আমরা মেনে নিতে পারি না। অবিলম্বে তাদের গ্রেফতার ও এলাকাটি মাদক মুক্ত করতে হবে।"

এদিকে, অভিযুক্ত মোরশেদ পরিবারের সদস্য ভোলা দাবি করেছেন, "আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমরা কোনো অপরাধ করি না, বরং আমাদেরকে ফাঁসানো হচ্ছে।"

এলাকাবাসী তাদের দাবির প্রতি দৃঢ় থেকে একযোগে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং জনগণের ক্ষোভ ও হতাশার অবসান ঘটাবে।