নাটোরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বিকল্প ব্যাগ সরবরাহ করেছে ব্যবসায়ীরা | Daily Chandni Bazar নাটোরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বিকল্প ব্যাগ সরবরাহ করেছে ব্যবসায়ীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ০২:৫৪
নাটোরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বিকল্প ব্যাগ সরবরাহ করেছে ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক

নাটোরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বিকল্প ব্যাগ সরবরাহ করেছে ব্যবসায়ীরা

নিষিদ্ধ পলিথিন ব্যাগ বর্জনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় ৫ শতাধিক বিকল্প ব্যাগ সরবরাহ করেছে নাটোরের নিচাবাজার ব্যবসায়ী ইউনিট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নাটোরের নীচা বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে পথসভা ও র‍্যালীর মাধ্যমে এই কর্মসূচীর আয়োজন করেন ব্যবসায়ী নেতা মোঃ সাইফুল্লাহ। সকালে পলিথিনের বিকল্প ৫শ ব্যাগ ক্রেতাদের মাঝে বিতরণ হলেও দুইদিন ব্যাপী এ কর্মসূচীতে পরিবেশ বান্ধব প্রায় দুই হাজার ব্যাগ সরবরাহ করা হবে বলে তিনি  জানিয়েছেন। 

পলিথিন ব্যাগ বর্জনে পথসভায় নিচাবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, সুন্দর, পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নাটোর শহর গড়তে পলিথিন বর্জনের কোনো বিকল্প নেই। পলিথিন ব্যাগ সরবরাহের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হচ্ছে পরিবেশের প্ীাণ ও প্রকৃতি রক্ষায়। বাজারে পলিথিন ব্যাগ বন্ধ হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি করা হবে। আজ থেকেই আমরা পলিথিন ব্যাগ বর্জন করি, সবাইকে উদ্বুদ্ধ করি" এই স্লোগান নিয়ে নাটোরের নীচাবাজারকে পলিথিন মুক্ত শহর ঘোষনা করা হয়। দেশের অন্যান্য অঞ্চলের লোকজন এই উদ্যোগ দেখে পলিথিন ব্যাগ বর্জনে উদ্বুদ্ধ হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে গত বুধবার নাটোরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ  পলিথিন ও পলিপ্রোপাইলিন জব্দে অভিযান চালিয়ে নাটোরের আট ব্যবসায়ীকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টাক্সফোর্সের কর্মকর্তারা ।