১৫ নভেম্বর,২০০৭ সালের এই দিনে উপকূলে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর | Daily Chandni Bazar ১৫ নভেম্বর,২০০৭ সালের এই দিনে উপকূলে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০৭
১৫ নভেম্বর,২০০৭ সালের এই দিনে উপকূলে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ

১৫ নভেম্বর,২০০৭ সালের এই দিনে উপকূলে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর

১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিন রাত নয়টায় পটুয়াখালীর উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর। কেড়ে নেয় জেলার ৬৭৭ জন মানুষের প্রাণ। আহত হয় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ, যাদের মধ্যে ২ হাজার মানুষ হয়েছে প্রতিবন্ধী। এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ। বিধ্বস্ত হয় ৫৫ হাজার ঘর-বাড়ি, দেড় হাজার মসজিদ-মন্দিরসহ ৩৫১টি স্কুল ও কলেজ। নষ্ট হয়ে যায় প্রায় ৫ লক্ষ একর ফসলি জমি। বিলীন হয়ে যায় ২৫০ হেক্টর বনাঞ্চল। মারা যায় প্রায় ১৮ হাজার গবাদি পশু। ৪১২টি ড্রেনেজ স্লুইজসহ বিধ্বস্ত হয় কয়েশ কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের ১৪ বছর অতিবাহিত হলেও পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। চরাঞ্চলে নির্মান হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার।
 
মহিপুরের রহিম বলেন, শত্তুর সনের বন্যার কথা শুনেছি,চোখে দেখিনি। তবে শিডর দেখেছি,আজও শিডরের ভয়াভহতার কথা মনে পরে। আমাদের এলাকা লন্ডভন্ড করে দিয়ে গেছে। 
ধানখালীর আ: কাদের মোল্লা বলেন,শিডরের কথা মনে পড়লে এখনো বকের ভিতর দাগ কটে। শিডরে আমাদের বেরীবাধ ছুটে গোটা এলাকা ডুবে সব নিয়েগেছে। আজও বেরীবাধ সংস্কার হয়নি।
নীলগঞ্জের কৃযক ছিদ্দিক মিয়া বলেন, এ মাসটা আসলেই সিডরের কথা মনে পরে, আবার কি হয়।আল্লাহর কাছে বলি এরকম বন্যা তিনি আর জানো না দেয়।