বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া সদর উপজেলা কমিটির উদ্যোগে দেশব্যাপী শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় সেউজগাড়ী মোড়, খান্দার মোড় এবং কলোনি বাজার এলাকায় পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
পথসভাগুলো সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু এর সভাপতিত্বে এবং শাওন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আমিনুল ফরিদ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এনামুল হক, কমরেড সাজেদুর রহমান ঝিলাম, কমরেড অখিল পাল, কমরেড সাদ্দাম হোসেন, এবং কমরেড সাব্বির আহমেদ রাজ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট মাসে ঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে এবং গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা তৈরি করতে হবে। তারা আরও দাবি করেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পুনর্বাসন কার্যক্রম শুরু করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। তারা আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা অবিলম্বে সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করারও দাবি জানান। - খবর বিজ্ঞপ্তির