নাটোরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ১ | Daily Chandni Bazar নাটোরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪ ০০:৪৮
নাটোরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ১
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ১

নাটোরের রেল স্টেশন এলকায় ট্রেনের ধাক্কা খেয়ে জমিন উদ্দিন(৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর চারটার দিকে নাটোর স্টেশন এলাকার হুগোলবাড়িয়া গোডাউনের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত জমিন উদ্দিন নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর  দীঘা গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং মানসিক রোগী। 
নাটোর রেল স্টেশন মাস্টার মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, এলাকাবাসী মারফত তিনি জানতে পারেন নাটোর বাফার গোডাউনের পাশে রেল লাইনের উপরে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে এলাকাবাসীর দেয়া তথ্য মতে জানা যায় শুক্রবার (১৫ নভেম্বর) ভোর চারটার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় খবর দেয়া হয়েছে। নিহত জমিন উদ্দিনের আত্নীয় রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জমিন উদ্দিন সাইকেল নিয়ে কৃষ্ণপুর দীঘার বাড়ি হতে বের হয়ে যায়। জমিন উদ্দিন একজন মানসিক প্রতিবন্ধী। শুক্রবার ১৫ নভেম্বর সকালে লোকজন নাটোর রেল স্টেশনে লাইনের উপর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এসময় তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে তার বাড়িতে কল দেয়। খবর পেয়ে জমিন উদ্দিনের বাড়ী থেকে লোক এসে রেল স্টেশনের অদূরে বাফার গোডাউনের পাশে রেল লাইনের উপরে জমিন উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।