রাণীনগরে অভিনব কৌশলে নারীকে সম্মোহিত করে স্বর্ণালংকার লুট | Daily Chandni Bazar রাণীনগরে অভিনব কৌশলে নারীকে সম্মোহিত করে স্বর্ণালংকার লুট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ ০১:০৪
রাণীনগরে অভিনব কৌশলে নারীকে সম্মোহিত করে স্বর্ণালংকার লুট
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে অভিনব কৌশলে নারীকে সম্মোহিত করে স্বর্ণালংকার লুট

নওগাঁর রাণীনগরে অভিনব কৌশলে এক নারীকে সম্মোহিত করে এক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১২ টার দিকে রাণীনগর বাজারে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম রেহেনা (৫০)। তিনি রাণীনগর বাজারের পার্শ্ববর্তী আদমদিঘীর দরিয়াপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী রেহেনা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে রাণীনগর বাজারে বাজার করতে আসি। বাজার করার সময় অচেনা তিনজন লোক আমার সঙ্গে গল্প করছিল। একপর্যায়ে তারা আমাকে ডেকে বাজারের সোনালী ব্যাংকের সামনে এলাকায় রাস্তার পাশে একটি গলিতে নিয়ে যায়। এরপর আমার গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ও কানে থাকা ৪ আনার স্বর্ণের দুল ওই তিনজন লুট করে নিয়ে গেছে। তার দাবি- দুর্বৃত্ত তিনজন আমাকে অভিনব কৌশলে সম্মোহিত করে স্বর্ণ লুট করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি নিচ্ছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনার কথা শুনেছি। তবে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।