বগুড়ায় নবান্ন উৎসবের মধ্যেও নতুন আলুর বাজারে আগুন। প্রতি কেজি ৪শ টাকায় বিক্রি | Daily Chandni Bazar বগুড়ায় নবান্ন উৎসবের মধ্যেও নতুন আলুর বাজারে আগুন। প্রতি কেজি ৪শ টাকায় বিক্রি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০৫
বগুড়ায় নবান্ন উৎসবের মধ্যেও নতুন আলুর বাজারে আগুন। প্রতি কেজি ৪শ টাকায় বিক্রি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নবান্ন উৎসবের মধ্যেও নতুন আলুর বাজারে আগুন। প্রতি কেজি ৪শ টাকায় বিক্রি

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বছরের ন্যায় নবান্ন উৎসব উপলক্ষে আলুর বাজারে আগাম জাতের নতুন আলু উঠতে শুরু করেছে। সেই সাথে নবান্ন উৎসবকে কেন্দ্র করে নতুন আলুর বাজারে লেগেছে আগুন যার প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪শ টাকা করে। এতে আকাশ ছোঁয়া দামের কারণে ক্রেতারা দিশেহারা। 
 
আজ সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী রবিবার শুভ নবান্ন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে নতুন জামাইসহ আত্মীয় স্বজনদের নিমন্ত্রণের মাধ্যমে আপ্যায়ন করা হয়। সেই নিমন্ত্রণের খাদ্য তালিকায় সুস্বাদু বড় বড় মাছ ও নতুন আলুসহ নতুন নতুন শাকসবজি থাকে। আর একারণেই আজ বাজারে নতুন আলুর চাহিদা অনেকটা বেড়ে যায়। ব্যবসায়ীরা নবান্ন উৎসবকে ঘিরে আলু বড় এবং পরিপক্ক হওয়ার আগেই অতিরিক্ত মুনাফার আশায় বাজারে নতুন নতুন আলু নিয়ে আসে।
 
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বগুড়া শহরের রাজা বাজার,ফতেহ আলী বাজার ও কলোনি বাজার বেশ কয়েকটি দোকানে আলু বিক্রি করতে দেখা যায়। 
 
এতে লাল পাকড়ী জাতের আলু প্রতি কেজি ৩শ ৪০ থেকে ৪শ টাকা, আর ছোট সাইজের আলু ২শ ৮০ থেকে ৩শ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি করছে। তবে গত শনিবার একই আলু প্রতি কেজি বিক্রি হয়েছে ২শ ৩০ থেকে ২শ ৫০ টাকা। এক দিনের ব্যবধানে কেজি প্রতি ১শ ২০ থেকে ১শ ৫০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। 
 
অন্যদিকে রাজা বাজারের খুচরা ব্যবসায়ীকরা জানায়, গতকাল আমদানি বেশি থাকার কারণে একটু কম দামে পাওয়া গেছে, আজকে বাজারে আলুর আমদানি কম চাহিদা অনেক বেশি, তাই চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে আলু পাওয়া যায়নি। এজন্য আজকে আলুর বাজারে নতুন আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। 
 
এদিকে রাজা বাজারের খুচরা ব্যবসায়ী মুকুল হোসেন জানায়, বাজারে নতুন আলু উঠেছে, আকারে বড় না হলেও সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসবের কারণে দাম ভালো পাওয়ার জন্য কৃষকরা নতুন আলু বিক্রি করছে। তাই বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
 
অপরদিকে শহরের কলোনি বাজারের সবজি কিনতে আসা পলাশ রায় জানায়, বাড়িতে নবান্নের আয়োজন করছি এজন্য বাসায় কিছু আত্মীয়-স্বজন এসেছে। নবান্ন উৎসবে নতুন আলু খেতে হয়। তাই নবান্ন উৎসব উপলক্ষে বাজার থেকে নতুন আলু এক কেজি কিনলাম ৪শ টাকা দিয়ে। এছাড়াও নতুন আলু বাজারে আসতে আরও কিছুদিন অপেক্ষায় করতে হবে। তাই দাম বেশি হলেও ৪শ টাকা দিয়ে এক কেজি আলু কিনলাম।
 
এছাড়াও ফতেহ আলী বাজারে নতুন আলু কিনতে আসা দেবাশীষ ঘোষ জানায়, প্রতি বছরের ন্যায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে নবান্ন উৎসব পালন করা হয়। তাই প্রতি বছরের ন্যায় এবারও এই উৎসব পালনে বাজারে নতুন আলু কিনতে এসেছি। এই উৎসবে নতুন ধানের নতুন চাল, নতুন আলুসহ নতুন নতুন শাকসবজি, পিঠাপুলি আত্মীয়-স্বজনকে খাওয়ানো হয়। তাই বাজারে নতুন আলুর দাম বেশি হলেও নবান্ন উৎসবের কারণে কিনতে হচ্ছে।