নবান্ন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় বিশাল মাছের মেলা | Daily Chandni Bazar নবান্ন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় বিশাল মাছের মেলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪ ০০:১০
নবান্ন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় বিশাল মাছের মেলা
খাইরুল ইসলাম দেওয়ান, দুপচাঁচিয়া, বগুড়াঃ

নবান্ন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় বিশাল মাছের মেলা

নতুন ধান ঘরে তোলে কৃষকরা। শুরু হয় নবান্ন। কৃষিমুখী মানুষগুলোর মাঝে বইতে থাকে উৎসবের হাওয়া। নতুন ধান্যে হবে নবান্ন-কবির এ অকাট্য বাক্যের ধারাবাহিকতায় দুপচাঁচিয়ায় সনাতন ধর্মালম্বীরা নবান্ন উৎসব পালন করেছেন। এ উৎসবকে ঘিরে তাঁরা নানা আচার অনুষ্ঠান পালন করেন। এ উপলক্ষে তারা সাধ্যমত সবজি সহ বড় বড় মাছ কিনে থাকেন। আর এ নবান্ন উপলক্ষে দুপচাঁচিয়ায় ১৬নভেম্বর শনিবার রাত থেকে রোববার দিনব্যাপী বিশাল মাছের মেলা বসেছিল। নবান্নের আগেরদিন সিও অফিস বাসস্ট্যান্ড মাছ বাজার এলাকায় অন্যান্য উপজেলা ও জেলা হতে মৎস্যচাষী ও মৎস্য ব্যবসায়ীরা মাছ মেলায় রাত ৮টা হতে সারি সারি পিকআপ, ভটভটি ও ট্রাকে  বিশাল সাইজের জ্যান্ত সব মাছ এনে নামানো হচ্ছে মেলায়। দূর থেকে ভেসে আসছে মানুষের গমগম কণ্ঠ। মেলায় ভিড় ঠেলে এগোতেই কানে পড়ল মাছ বিক্রেতাদের হাঁকডাক । রাত হতে পরদিন নবান্নের দিন রোববার দিনব্যাপী চলে এ মাছ কেনা-বেচা। এবার এ মাছের মেলায় বিভিন্ন প্রজাতির ছোট বড় বিভিন্ন প্রকারের মাছ উঠেছিল। বেচা-কেনাও ছিল প্রচুর। 
কথা হয় মাছ মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলাল উপজেলার শিক্ষক মনজুরুল ইসলামের সঙ্গে। তিনি ৬কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছেন ৫৫০টাকা কেজি দরে। তিনি বলেন, এবার নবান্ন মেলায়  প্রচুর মাছ উঠেছিল। বাজারে মাছের দামও একটু বেশি মনে হলেও বিভিন্ন ধরনের মাছ ছিল। কথা হয় আরেক ক্রেতা পৌর এলাকার সনাতন বসাকের সাথে । তিনি জানান, মেলায় মাছের দামে তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। তিনি কাতলা মাছ ৬৫০টাকা ও  ব্রিগেড মাছ ৫০০টাকা কেজি দরে কিনেছিন। 
এব্যাপারে কথা হয় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিসমিল­াহ মৎস্য আড়ৎ এর পরিচালক রতন মন্ডল ও উমর ফারুকের সাথে তাঁরা জানান, এ মাছ বাজারে ৫টি মাছের আড়ৎ রয়েছে। অনেকদিন ধরে নবান্ন উপলক্ষে এ বাজারে বিশাল মাছের মেলা বসে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে রুই,কাতলা,চিতল ও পাঙ্গাশ সহ বিভিন্ন জাতের বড় বড় মাছ এ মাছ বাজারে উঠে। সমিতির পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়ে থাকে।
সমিতির সাধারণ সম্পাদক ও আলম মৎস্য আড়ৎ এর পরিচালক আবু বক্কর সিদ্দিক আলম বলেন, এবার নবান্ন উপলক্ষে এ মাছের মেলায় প্রায় ৩হতে ৪কোটি টাকার মাছ বেচা-কেনা হয়েছে। অন্যান্য বারের চেয়ে এবার মাছের আমদানী  একটু কম হলেও দাম ক্রেতাদের নাগালে ছিল। এতে করে বেচা-কেনা হয়েছে প্রচুর। এ মাছের মেলায় ২২কেজি ওজনের ব্রিগেড মাছ ৯’শ টাকা ও ১৭কেজি ওজনের কাতলা মাছ ১২'শ টাকা দরে হাক-ডাক করতে দেখা গেছে।