লালমনিরহাটে দুই শতক জমির জন্য মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু, দুই জন আটক | Daily Chandni Bazar লালমনিরহাটে দুই শতক জমির জন্য মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু, দুই জন আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪ ২৩:৪৮
লালমনিরহাটে দুই শতক জমির জন্য মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু, দুই জন আটক
লালমনিরহাট জেলা সংবাদদাতাঃ

লালমনিরহাটে দুই শতক জমির জন্য মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু, দুই জন আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নের দালাল পাড়া এলাকায় জমি দখল নিয়ে সৃষ্ট বিরোধে ভাগিনা হাফিজার রহমানের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বোনের জমি দখল করতে গিয়ে ভাগিনা বাধা দিলে মামা শহিদুল রশিদুল ও আহাদুলসহ কয়েকজন ব্যক্তি কোদাল ও লাঠির আঘাতে তাকে গুরুতর আহত করে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান।

হাতীবান্ধা থানা পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দাবি করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন।