রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ পীরেরহাট এলাকায় ৫৮৯ দাগের সরকারি রাস্তা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ উচ্ছেদ অভিযানের বিষয়ে বলেন, "এটি একটি সরকারি রাস্তা, যেখানে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়েছিল। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা উদ্ধার করায় আমরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।"
উচ্ছেদ অভিযান শেষে এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, "আমরা নোটিশ করার পরও তারা কিছুই শোনেনি। জেলা প্রশাসক মহাদয়ের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়েছে। এখন রাস্তা পুনরায় সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।"