উপজেলা সংবাদদাতা, বদলগাছী, নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ বাতিল করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সৃষ্ট সঙ্কট উত্তোরণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের সামনে সর্বস্থরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউন নবী সান্ডু, এস.এম তরিকুল ইসলাম, জিল্লুর রহমান মাষ্টার ও দেওয়ান সাইদুল ইসলাম সোহেল প্রমূখ। বক্তারা সকলে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ ও চাল বিতণের সঙ্কট সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি মাহবুব হাসান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এরা দুজনই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসর। এদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির সঙ্কট সৃষ্টি হয়েছে। প্রায় ২ মাস যাবৎ উপকার ভোগীরা চাল পাওয়া থেকে বঞ্চিত। তাই অনতি বিলম্বে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানকে আওয়ামী ফ্যাসিবাদীর দোসর আখ্যায়িত করে অপসারণ দাবী করেছেন। উল্লেখ্য গত ১২ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা সাবরিন মোস্তারী ১৫ জন খাদ্যবান্ধব ডিলারের নিয়োগ তালিকা প্রকাশ করলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য কর্মকতা সাবরিন মোস্তারীর বিরুদ্ধে নিয়োগ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেন। এই অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র বৃন্দ উপজেলা প্রশাসনের চত্বরে মানববন্ধন করলে উক্ত নিয়োগকৃত ১৫ জন ডিলারের নিয়োগ গত ১৮ নভেম্বর নওগাঁ জেলা প্রশাসক বাতিল করেন। উক্ত নিয়োগ বাতিল করাকে কেন্দ্র করে সর্বস্থরের জনসাধারণ মানববন্ধন করেন এবং ইউএনওর বিরুদ্ধে ¯েøাগান দেন।