রাজশাহীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar রাজশাহীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ ০১:২৪
রাজশাহীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর ক্যাম্পাসে দিনব্যাপী অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলাবার (১৯ নভেম্বর) অনুষ্টিত হয়।

প্রতিযোগিতায় ৫টি বিদ্যালয়ের প্রায় ১শত অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। খেলা শেষে শিশুদের পুরস্কার ও জার্সি বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের পুরস্কার ও জার্সি বিতরণ  করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কায়সার আব্দুল কাদের ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মীর শামীম আলী।

এছাড়াও ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।