শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন | Daily Chandni Bazar শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ ০৩:০৬
শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন
শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রামঃ

শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন

তিন মাসের শিশু ইসমাইল হোসেন ইভান ২টি হার্টের ছিদ্র ও হার্টের ভাল্ব জনিত রোগে জন্ম থেকেই আক্রান্ত।তার ছোট্ট শরীরে শ্বাসকষ্ট,হার্টের অস্বাভাবিক শব্দ ও ক্লান্তি এবং দুর্বলতা সহ শারীরিক নানা সমস্যায় ভুগছে। শারীরিক নানা সমস্যা নিয়ে শিশু ইভান তার ছোট শরীরে শুধু অবলোকন দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকে। শিশু ইভানে অবলোকন দৃষ্টিতে থাকা দেখে এমন কোন মানুষ নেই তার জন্য দু -ফোঁটা চোখের পানি ফেলেন না। শিশু ইভান বাঁচাতে চায়। জন্মের ৭ দিন পর থেকে শিশুটি চিকিৎসাধীন। প্রথমে কুড়িগ্রামে চিকিৎসা নেয়ার পর চিকিৎসকের পরামর্শে  রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিল। সেখানে ভর্তি থাকা অবস্থায় দায়িত্বরত চিকিৎসক শিশু ইভানকে অপারেশনের জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করেন।এতে ইভানের চিকিৎসার জন্য প্রয়োজন হবে অন্তত সাড়ে ৫ লাখ টাকা বলে জানিয়েছেন ও চিকিৎসক। দিনমজুর পিতা আসাদুজ্জামানের পক্ষে এতো অর্থ জোগান দেয়া সম্ভব নয়। অভাবী সংসারে শিশুটির মা ইসমোতারা বেশিরভাগ সময় বাবার বাড়ীতে থাকেন। শিশুটির বাবা আসাদুজ্জামান পেশায় একজন দিনমজুর। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকির পাড়া গ্রামের বাসিন্দা। অসুস্থ শিশুটির চিকিৎসার ব্যায় তার পিতা ছেড়ে দেয়ায় শিশুটির মা ইসমোতারা তার সন্তানকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছে। মা-বাবা সন্তানের চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
সাহায্য পাঠানোর মাধ্যম-হিসাব নং ০২০০০২৩০০৬০৩১, অগ্রণী ব্যাংক পিএসসি, উলিপুর শাখা।
বিকাশ/নগদ/রকেট-  ০১৭৬৭৫০৭১৪৪