গাবতলীর মহিষাবানে জিয়ার পৈত্রিক নিবাসে জিয়া কবিতার উদ্বোধন | Daily Chandni Bazar গাবতলীর মহিষাবানে জিয়ার পৈত্রিক নিবাসে জিয়া কবিতার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪ ০২:৫১
গাবতলীর মহিষাবানে জিয়ার পৈত্রিক নিবাসে জিয়া কবিতার উদ্বোধন
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীর মহিষাবানে জিয়ার পৈত্রিক নিবাসে জিয়া কবিতার উদ্বোধন

গতকাল বগুড়া গাবতলীর মহিষাবানে ‘জিয়া সাজারাহ্’ শীর্ষক কবিতার উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি-প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে তাঁর গ্রামের পৈত্রিক নিবাস বগুড়া গাবতলীর মহিষাবানে ‘জিয়া সাজারাহ্’ শীর্ষক কবিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ‘মহিষাবান জিয়াবাড়ী পৈত্রিক নিবাস ফাউন্ডেশন’ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে ‘জিয়া সাজারাহ্’ উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম। মহিষাবান ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউপি চেয়ারম্যান আ: মজিদ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালেব শাহিন, প্রভাষক আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুমন, সদস্য আক্কাস আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল লতিফ, উপজেলা তরুণ প্রজন্মদলের আহŸায়ক আ: হান্নান প্রাং, সিনিয়র যুগ্ম আ: আলিম লালু, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, আনোয়ার হোসেন, এরশাদ হোসেন, জহুর আহম্মেদ টপি, যুবদল নেতা হাসানুর রহমান হাসান, আবু মুসা, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মিম হাসান, জিয়াবাড়ির আবুল কালাম, শামছুর রহমান তারা, আ: সামাদ, বাদল, মামন প্রমুখ।