প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪ ০০:৫৮
বগুড়ায় প্রথম আলো অফিসে হামলা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্য দিন রাত ১১ টা পর্যন্ত অফিস খোলা থাকলেও সারাদেশের প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় সোমবার রাত পৌণে ৯টার দিকেই অফিস বন্ধ করে চলে গিয়েছিল অফিসের সংশ্লিষ্টরা। তারপরেও বন্ধ অফিসেই সড়ক থেকেই হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলায় অফিসের দেয়ালে ব্যবহার করা কাঁচের গ্লাস ভাঙচুরসহ ইট ও পাথরের নিক্ষেপে ক্ষতিগ্রস্থ হয় অফিসের প্রথম আলো লেখা ডিজিটাল সাইনবোর্ডও।
হামলা প্রসঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, তারা গতকাল থেকেই হামলার আশংকায় ছিলেন। এ ব্যাপারে পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ কে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলেন তারা। কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা কাঙ্খিত সহযোগিতা পাননি।
তিনি আরও বলেন, 'তিনি সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকেন। কিন্তু সোমবার হামলা আশঙ্কায় পৌণে ৯টার দিকেই বাসাতে চলে যান। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে তাকে জানান তাদের অফিসে হামলা চালানো হয়েছে৷ হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে এসেছিল৷ তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাচের দেয়াল ভেঙে ফেলেছে। এ ব্যাপারে তারা প্রথম আলোর হেড অফিসে অবগত করেছেন। অফিসের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নিবেন তারা।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ।