২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা | Daily Chandni Bazar ২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪ ০১:১৩
২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা
জেলা সংবাদদাতা, নীলফামারীঃ

২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২০২৪ সালের জুলাই -আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৫ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সঞ্চালনায় কথা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিগণ ।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, জনস্বস্থ কর্মকর্তা আবু জাফর, থানা তদন্ত অফিসার আকতার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন( পাপ্পু), জেলা বিএনপির অন্যতম নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ও আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দরা।
সবশেষে উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুল মোক্তাকিম এর পরিচালনায় আহত, নিহত ও বর্তমান বাংলাদেশের সার্বিক কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয় ।