নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন - মামলাসহ জরিমানা ৩৫ হাজার টাকা | Daily Chandni Bazar নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন - মামলাসহ জরিমানা ৩৫ হাজার টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪ ০১:৩০
নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন - মামলাসহ জরিমানা ৩৫ হাজার টাকা
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন - মামলাসহ জরিমানা ৩৫ হাজার টাকা

নাটোর জেলা শহরের বিভিন্ন এলাকায় সোমবার(২৫ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও সিএম লাইসেন্স গ্রহন না করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন এবং বিক্রয় -বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়, ১/ সুলতান আহম্মেদ, মল্লিকহাটি, নাটোর এর প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ২/ ফেন্সি ইন্ডাস্ট্রি (ব্রেড এন্ড বিস্কুট) মল্লিকহাটি,নাটোর কে ২৫ হাজার টাকা সহ দুটি প্রতিষ্ঠানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহনে আবেদন জমার পরামর্শ হয়েছে। 
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। 
প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী।