জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহা. মোস্তাফিজুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. শাহিদুর রহমান খান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নুসরাত এলিনি, প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর এবং ট্রেজারারকে ফুল দিয়ে বরণ করেন। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, ে"বিদায় মানেই চলে যাওয়া নয়, এটি নতুনের সঙ্গে সংযোগ স্থাপনের সূচনা। আজ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। আমরা শুধু একাডেমিক শিক্ষা নয়, নৈতিকতা, মূল্যবোধ, এবং জীবন ও সমাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার ওপর গুরুত্ব দিয়েছি। তোমাদের ভাষা ও প্রযুক্তিগত জ্ঞান আরও বাড়াতে হবে। আমাদের গর্বিত যে তোমরা এই বিদ্যাপীঠের অংশ ছিলে। আশা করি এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যতের পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, যেখানেই যাবে, তোমাদের কাজের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করবে। বিদায়ী সকলের সফলতা ও সুস্থ জীবন কামনা করছি।"
বক্তৃতার পরে আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদায়ী শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি বিদায়ী ব্যাচের জন্য একদিকে ছিল আবেগঘন, অন্যদিকে আনন্দঘন মুহূর্তে ভরপুর। শিক্ষার্থীরা স্মৃতি এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ক্যাম্পাস ছাড়ে। - খবর বিজ্ঞপ্তির