মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা | Daily Chandni Bazar মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪ ০১:৫৩
মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা
উপজেলা সংবাদদাতা , কলাপাড়া,পটুয়াখালী

মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা

মহিপুর থানার নিজামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৩টায় কোস্টগার্ডের নিজামপুর টিম অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড জানায়, অভিযানের সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানোর চেষ্টা করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সে একটি বাজারের ব্যাগ ফেলে ঘনবসতি এলাকায় পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে তিনটি কার্টুনে রাখা ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন,

"জব্দকৃত ইয়াবাগুলো থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।