দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ধানহাটি নিমতলা মোড়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৮ তম মৃত্যুবাষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী শাখার সমন্বয়ক কমল চক্রীবর্তীর সভাপত্বিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রী কমিটির সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস। তিনি তার বক্তব্যে বলেন, এশিয়া আফরিকা ও ল্যাটিন আমেরিকা এক অসাংবাদিত নেতা ও উজ্জ নক্ষত্র যার হাত ধরে এদেশে অনেক সফল আন্দোলন করেছিলেন কৃষক, শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদখানা ভাষানী।তার উল্লেখ্য যোগ্য আন্দোলন হচ্ছে, ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চ, কাঙ্গামারী মহাসম্মেলন। তার অগ্নি ঝরা উক্তি হচ্ছে “খামোস তাবেদার, পিন্ডিপর গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়”। ১৯৮০ সালের সিরাজগঞ্জ জেলার শাহাজাত পুর উপজেলায় এই মহান নেতা মওলানা আব্দুল হামিদখান ভাষানী জন্ম গ্রহণ করেন। ১৯৭৬ সালে ১৭ নভেম্বর তিনি মৃত্যু রবণ করেন। আমৃত জীবনী নিয়ে আজ জাতীয় গণ ফ্রন্ট এর পক্ষ থেকে তার এই আলোচনা সভা করছি।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় কৃষক সমিতির, আমিনুল ইসলাম বাবলু, গণফ্রন্ট এর জেলা কমিটির সদস্য কমরেড জিল্লু রহমান, জাতীয় গণ ফ্রন্ট এর সমন্বয়ক ফুলবাড়ী শাখার কমল চক্রবর্তী, সহ সমন্বয়ক মোঃ বদরুজ্জোহা (মিলন), মিলন ছাত্র নেতা একরামুল হক, কৃষক সমিতির আব্দুল হক, আদিবাসী সমিতির সভাপতি রামায় সরেন, মোছাঃ সানিয়া পারভীন, কৃষক নেতা শাহারিয়ার শুভ সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী শাখার।