রংপুর নগরীর ইসলামী ব্যাংকের সামনে থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর কামালকাছনা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আজগর হোসেন (৬৫) ইসলামী ব্যাংক রংপুর শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হয়ে জাহাজ কোম্পানী মোড়ের দিকে যাওয়ার পথে চারজন ছিনতাইকারী তাকে থামিয়ে জোরপূর্বক এক লাখ টাকার একটি বান্ডিল ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের পরপরই ঘটনাস্থলে দায়িত্বরত মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এটিএসআই (দক্ষিণ) মো. মাহমুদ আকবর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ছিনতাইকারীদের একজন, তুহিন ইসলাম, (পিতা: সহিদ @ মাইদুল, গ্রাম: এডোর হ্যালোপাড়া, সদর, বগুড়া) কে আটক করেন। তবে বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে রংপুর কোতোয়ালি থানার এসআই তপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক তুহিন ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
রংপুর কোতোয়ালি থানার ওসি জানান, "এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।"
স্থানীয়দের প্রশংসা করেছেন পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও অভিযানের জন্য। তবে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।