কলাপাড়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ-৫ | Daily Chandni Bazar কলাপাড়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ-৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৩৬
কলাপাড়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ-৫
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ-৫

পটুয়াখালীর কলাপাড়ার খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।  ঘটনাটি  ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে। 
 
 এ ঘটনায়  নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মোট ৫ লাখ টাকা মালামাল লুট করে নিয়েছে  বলে দাবি করেছেন মিজানুরের স্ত্রী সাবিনা। ওই রাতে খাবার খেয়ে অজ্ঞান হওয়া ৫ জনকে বুধবার সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন,মিজানুর ঘরামী (৩৮) হামিদ বাঘা (৯০) খাদিজা (৬০) মারুফা (২৩) ছেলে জিহাদ (১১)।
 
মিজানুর রহমানের স্ত্রী সাবিনা বলেন, এ ঘটনায়,তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ  ৫  লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  
 
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।