রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক | Daily Chandni Bazar রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৪৪
রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

রাজশাহী মহানগরীতে বিশেষ কৌশলে  চোরাই মোটরসাইকেলের  ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মহব্বত আলী রয়েল (২৭) নগরীর রাজপাড়া থানার কেশবপুরের কাওছার আলীর ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিকেল সোয়া ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ২ টায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।