বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও জয়পুরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়, জয়পুরহাটের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬ নভেম্বর সকাল ১০ টায় জয়পুরহাট সদর উপজেলায় জয়পুরহাট খনজনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব-২০২৪।
জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জয়পুরহাট সদর জনাব মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জনাব জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক, জয়পুরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় জনাব মোছাঃ শারমিন আক্তার প্রমূখ।
প্রতিযোগিতায় প্রায় ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে; এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের পুরষ্কিত করা হয়। এলাকাবাসী ও অবিভাবকরা জানান, এমন ধরনের ব্যতীক্রম প্রতিযোগিতা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হলে এসমস্ত শিশুদের মেধার বিকাশ ঘটবে তাই সরকার ও ক্রীড়া পরিদপ্তরের কাছে অনুরোধ এমন অনুষ্ঠান বারমবার পালিত হউক। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।