গাবতলীতে শ্রমিকদল নেতা জিল্লুরের লাশ উত্তোলন | Daily Chandni Bazar গাবতলীতে শ্রমিকদল নেতা জিল্লুরের লাশ উত্তোলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৫৯
গাবতলীতে শ্রমিকদল নেতা জিল্লুরের লাশ উত্তোলন
ছাত্র আন্দোলনে নিহতের ১১৪দিন পর
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীতে শ্রমিকদল নেতা জিল্লুরের লাশ উত্তোলন

মৃত্যুর ৩মাস ২৪দিন পর আদালতের নির্দেশে গতকাল বগুড়ার গাবতলীতে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে শহীদ জিল্লুর রহমানের লাশ উত্তোলন করা হয়। ছবি-সংবাদদাতা

বগুড়ায় ছাত্র আন্দোলনে শহীদ হওয়া গাবতলী পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল মাহমুদ এর উপস্থিতিতে মৃত্যুর ৩মাস ২৪দিন পর গতকাল বুধবার সকালে পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের গোরদহ গ্রামে কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল বিকেলে শহীদ জিল্লুরের লাশ যথাযথ মর্যাদায় দাফন করা হয়। 
উল্লেখ্য, শহীদ জিল্লুর রহমান গাবতলী পৌরসভাধীন গোরদহ গ্রামের মৃত মুসা সর্দারের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪আগষ্টে বগুড়া শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরদিন ৫আগষ্ট বাদ মাগরিবে ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। পরে নিহতের স্ত্রী খাদিজা আকতার বাদী হয়ে  গত ২৪ আগষ্টে বগুড়া সদর থানায় শেখ হাসিনাকে প্রধান করে ১৫৭জনের নাম উল্লেখ করে এবং ২/৩ জনকে অজ্ঞাত বলে একটি হত্যা মামলা দায়ের করেন।