গত ২৫ জুন ২০১৬ তারিখে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য উল্লাপাড়া এলাকায় যান। রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও পরবর্তী সময়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ২৬ জুন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২নং গলির মোঃ ফরহাদ শেখের ছেলে রবিন শেখসহ আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায় গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রবিন শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রবিন শেখ (২৬), পিতা- মোঃ ফরহাদ শেখ, মাহমুদপুর ২নং গলি, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ জেলা।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। - খবর বিজ্ঞপ্তির