কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়ার সময় ৯ ছাত্রী অসুস্থ, ভর্তি কলাপাড়া হাসপাতালে | Daily Chandni Bazar কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়ার সময় ৯ ছাত্রী অসুস্থ, ভর্তি কলাপাড়া হাসপাতালে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪ ১১:১৬
কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়ার সময় ৯ ছাত্রী অসুস্থ, ভর্তি কলাপাড়া হাসপাতালে
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়ার সময় ৯ ছাত্রী অসুস্থ, ভর্তি কলাপাড়া হাসপাতালে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি কোচিং সেন্টারে পড়ার সময় শ্বাসকষ্টে ভুগে ৯ ছাত্রী অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের রহমতপুরে অবস্থিত "জিএম এস টিসিং হোম" কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, শারমিন (১৪), সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪)।

কোচিং সেন্টারের শিক্ষক রিপন জানান, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এরপর ওই শিক্ষার্থীর অসুস্থতার দেখে আরো তিন শিক্ষার্থী একই ধরনের সমস্যা অনুভব করে। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর আরো ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, ফলে মোট ৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিকাশ জানান, চিকিৎসার পর প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে, কারণ একজনের অসুস্থতার পরপরই অন্যরা একই রকম সমস্যা অনুভব করেছে। তবে তাদের সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর শ্বাসকষ্টের সমস্যা একটু জটিল হওয়ায় তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি শিক্ষার্থীরা কিছুটা সুস্থ হয়ে উঠেছে এবং তাদের এখানেই রাখা হয়েছে।