নাটোরে বেশি দামে বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar নাটোরে বেশি দামে বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪ ০২:৩১
নাটোরে বেশি দামে বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

নাটোরে বেশি দামে বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা

২৭ নভেম্বর দুপুরে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না'র নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে লালপুর উপজেলার লালপুর বাজারে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ও কৃষি বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাজারে পন্যের সরবরাহ ও দাম নিয়মিত তদারকি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী পন্যের দাম ১০-২০ টাকা ইচ্ছামতো বাড়িয়ে বিক্রি করছে। এধরনের কার্যক্রম রোধে প্রতিদিনই বাজার তদারকি করা হবে। এ অভিযানের মাধ্যমে বাজারের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ক্রেতাদের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে প্রশাসনের এ উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।