নাটোরে হেরোইন বহনের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড | Daily Chandni Bazar নাটোরে হেরোইন বহনের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪ ০২:৩২
নাটোরে হেরোইন বহনের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে হেরোইন বহনের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে  হেরোইন বহনের দায়ে  মোঃ কবির ইসলাম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে  অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয়  আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্ত মোঃ কবির ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ মণ্ডলপাড়া গ্রামের  মোঃ মুনতাজ আলীর ছেলে।
নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওবায়দুল বারী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন খবর পেয়ে র‌্যাব- ৫ সিপিসি- ২ এর সদস্যরা নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর রবি মার্কেটের সামনে গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান পরিচালনা করে কবিরকে আটক করে। এ সময় তার পায়ের স্যান্ডেলের তলা কেটে বের করা হয় ২২০ গ্রাম হেরোইন।
এ ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ  বুলবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়।
ওই মামলার প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর অনুমান ১.৩০ ঘটিকার সময়  এ রায় দেন বিচারক।