নাটোরে রেল লাইনে ফাঁটল-ট্রেন চলছে ধীর গতিতে | Daily Chandni Bazar নাটোরে রেল লাইনে ফাঁটল-ট্রেন চলছে ধীর গতিতে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪ ০২:৩৩
নাটোরে রেল লাইনে ফাঁটল-ট্রেন চলছে ধীর গতিতে
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে রেল লাইনে ফাঁটল-ট্রেন চলছে ধীর গতিতে

নাটোরে হঠাৎ রেল লাইনে ফাঁটল দেখা দেওয়ায় স্বাভাবিকের চেয়ে ট্রেন চলছে ধীর গতিতে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নাটোরের আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশসনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিল সংলগ্ন বিহারিপাড়া রেল গেটের অদূরে ডাউন রেল লাইনে ভাঙ্গন দেখা দিয়েছে। আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে রেলওয়ে কর্মীরা নিয়মিত রেললাইন পরিদর্শনে গিয়ে এই ফাঁটল দেখতে পান। এর পর থেকে ওই লাইনে ধীর গতিতে রেল চলাচল করে। পরে ভাঙ্গা রেললাইনটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োজিত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই রেললাইনের ভাঙ্গা অংশের সংস্কার করে রেল চলাচলের গতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।