নাটোরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ ৪ চোরকে আটক করেছে ডিবি পুলিশ | Daily Chandni Bazar নাটোরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ ৪ চোরকে আটক করেছে ডিবি পুলিশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪ ০২:৩৬
নাটোরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ ৪ চোরকে আটক করেছে ডিবি পুলিশ
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ ৪ চোরকে আটক করেছে ডিবি পুলিশ

নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন-এর সার্বিক দিকনির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) নাটোর জেলার বিভিন্ন থানা, পাবনা ও কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে একটি লাল রঙের ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে।

আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ মুরসালিন হোসেন রাজ ওরফে রাজ (২০) এবং মোঃ হাসান মন্ডল (২৭), যারা নাটোর সদর উপজেলার নবীনগর (নারায়ণ কান্দি) এলাকার বাসিন্দা। এছাড়া ধোবাপুকুর (গাঙ্গলপাড়া) এলাকার মোঃ রানা পাঠান (৩৫) এবং পাবনার দোগাছি ইউনিয়নের চরকুশা খালী এলাকার মোঃ ইসরাইল শেখ (৩৫) আটক হন।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিব জানান, আটককৃতদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।