ধামইরহাটে বড়ভাই হত্যা মামলার পলাতক আসামি ছোটভাই গ্রেফতার | Daily Chandni Bazar ধামইরহাটে বড়ভাই হত্যা মামলার পলাতক আসামি ছোটভাই গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৪ ০০:৩২
ধামইরহাটে বড়ভাই হত্যা মামলার পলাতক আসামি ছোটভাই গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ

ধামইরহাটে বড়ভাই হত্যা মামলার পলাতক আসামি ছোটভাই গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই হত্যা মামলার পলাতক আসামি ছোট ভাই মো. মাহিনুর রশীদ (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার রসুলবিল রাঙ্গামাটি এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে। শনিবার সকালে ঘটনাটি নিশ্চিত করেন ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম।

জানা গেছে, গত অক্টোবর মাসের ৬ তারিখ বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার তৈরী হয়। একপর্যায়ে ছোট ভাই মাহিনুর রশীদের আঘাতে বড় ভাই মামুনুর রশীদ (৪২) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর থেকে ছোট ভাই মাহিনুর রশীদ পলাতক ছিল। পরে ৭ অক্টোবর থানায় ছোট ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-০৭। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে আসামিকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।