কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান | Daily Chandni Bazar কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৮
কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

 পটুয়াখালীর কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা এগারোটায় স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন জন্ম হোক সত,  'মানবিক ৯০" এর আয়োজনে কলাপড়া মহিলা ডিগ্রী কলেজে বসে এ সহায়তা প্রদান করা হয়।
 
 এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক। মানবিক ৯০ এর সদস্য ও কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর ফকির, হাজী আবদুস সোবহান সিকদার মডেল একাডেমীর প্রধান শিক্ষক মিজান শিকদার ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফোরকান তালুকদার সহ মানবিক ৯০'র সদস্যরা।
এসময় ২০২৫ সালের এসএসসি অস্বচ্ছল ও মেধাবী ২১ জন প্রত্যেক শিক্ষার্থীকে ২হাজার ২'শত টাকা করে প্রদান করা হয়। 
অস্বচ্ছল শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেয়ে অনেক উচ্ছাস প্রকাশ করেন।
 
মানবিক ৯০ এর সভাপতি আসলাম সিকদার বলেন, অসহায় মানুষকে সহায়তা করতেই আমারা এ মানবিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিলো। গত বছরও আমরা গরীব ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা করেছিলাম। এবছর মানবিক ৯০ বন্ধুদের সহযোগিতায় সহয়তার হাত বাড়ানো হয়েছে। আমাদের সামাজিক এ কার্যক্রম অব্যাহত থাকবে।