নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁধ কেটে কৃষকের তিনটি গরু চুরি | Daily Chandni Bazar নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁধ কেটে কৃষকের তিনটি গরু চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৪ ০১:১৯
নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁধ কেটে কৃষকের তিনটি গরু চুরি
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁধ কেটে কৃষকের তিনটি গরু চুরি

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের এক রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনছার আলী জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমাইতে যাই। ফজর নামাজের সময় উঠে দেখি বাড়ির মেইন দরজায় লাগানো তালা ভাঙ্গা, মনে খটকা লাগলে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু তিনটি নেই। পড়ে দেখতে পারি বাড়ির পিছন দিকের মাটির দেওয়াল কাটা। তিনি আরোও বলেন, মাটির দেওয়াল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে আমার তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরু তিনটা পাওয়া যায়নি। আমি অনেক গরিব মানুষ, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে গরু গুলো লালন পালন করছিলাম। তিনটি গরুর আনুমানিক মূল্য হবে আড়াই লক্ষ টাকা। গরু গুলো চুরি হওয়ায় আমি পথে বসে গেলাম।এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম বলেন, গরু চুরির খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবশ্যই গরু চুরির ঘটনাটি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।