কলাপাড়ায় যাত্রীবাহি বাস থেকে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ | Daily Chandni Bazar কলাপাড়ায় যাত্রীবাহি বাস থেকে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৪
কলাপাড়ায় যাত্রীবাহি বাস থেকে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় যাত্রীবাহি বাস থেকে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ

পটুুয়াখালীর কলাপাড়ায় দূরপাল্লার দু'টি পরিবহনে অভিযান চালিয়ে   ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় শেখ কামাল সেতু সংলগ্ন সড়ক থেকে পরিবহন গুলো আটক করা হয়। এ সময়  অপর একটি পরিবহনে ঝাটকা রয়েছে সন্দেহে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.কৌশিক আহম্মেদ। 

 
আটককৃত পরিবহন গুলো হলো, আর পি পরিবহন ( ঢাকা মেট্রো ব-১১-০০৬৮), মর্ডান পরিবহন ( ঢাকা মেট্রো ব-১৫-৯৪৫১। এ পরিবহন দু'টির মধ্যে আর,পি পরিবহন থেকে ৫৯ ঢোল এবং মর্ডান পরিবহন থেকে ৭০ ঢোল ঝাটকা জব্দ করা হয়।
এ ছাড়া সি-লাইন পরিবহনটিতে ঝাটকা রয়েছে সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে।
 
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্টেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহম্মেদ বলেন' এদের জরিমানা কিংবা শাস্তির বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো হয়নি ।