বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার পদ শূন্য: জমি বেচাকেনায় সাধারণ মানুষের ভোগান্তি | Daily Chandni Bazar বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার পদ শূন্য: জমি বেচাকেনায় সাধারণ মানুষের ভোগান্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:৪০
বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার পদ শূন্য: জমি বেচাকেনায় সাধারণ মানুষের ভোগান্তি
উপজেলা সংবাদদাতা, বীরগঞ্জ, দিনাজপুরঃ

বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার পদ শূন্য: জমি বেচাকেনায় সাধারণ মানুষের ভোগান্তি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাব-রেজিস্ট্রার পদ শূন্য থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণ।

একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে প্রায় সাড়ে ৪ লাখ জনসংখ্যার এ উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনা, দলিল নিবন্ধন ও ব্যাংক ঋণের জন্য বন্ধকী দলিল রেজিস্ট্রেশন করতে চরম অসুবিধা হচ্ছে। সাব-রেজিস্ট্রার পদে একজন কর্মকর্তা সপ্তাহে মাত্র দুই দিন কাজ করায় ক্রেতা-বিক্রেতা এবং দলিল লেখকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ঘুষ ও দুর্নীতির অভিযোগে বদলি
জানা গেছে, সাবেক সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মণ্ডল ২০২৩ সালের ১৩ নভেম্বর যোগদানের পর তার বিরুদ্ধে ব্যাপক ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) চার ঘণ্টাব্যাপী তদন্ত চালায়। এর পরিপ্রেক্ষিতে তিনি ২০২৪ সালের ১ জুলাই রংপুরের গঙ্গাচড়ায় বদলি হন। এরপর থেকে বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য হয়ে যায়।

অতিরিক্ত দায়িত্বে অপ্রতুল সেবা
বর্তমানে পার্বতীপুর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মনসুর আলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) বীরগঞ্জে কাজ করছেন। তবে এটি প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। স্থানীয় দলিল লেখক ও ভুক্তভোগীরা বলছেন, সপ্তাহে মাত্র দুই দিন কাজ হওয়ায় দলিল নিবন্ধনের চাপ বেড়ে যায়, ফলে অনেক সময় রাত পর্যন্ত কাজ করতে হয়।

ভোগান্তিতে সাধারণ মানুষ
উপজেলার এক ভুক্তভোগী জানান, সাব-রেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনা ও দলিল নিবন্ধনে দীর্ঘদিনের বিলম্ব ঘটছে। এতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দলিল লেখক আনোয়ার হোসেন বলেন, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, কিন্তু এখনও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই দ্রুত একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক।”

ত্বরিত পদক্ষেপ প্রয়োজন
স্থানীয় জনগণের দাবি, উপজেলায় স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়ন করা হোক, যেন জমি বেচাকেনার কাজ ও দলিল নিবন্ধন সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।