চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলীতে নকল নবীশরা আমরণ অনশন পালন করেছেন। গতকাল রোববার গাবতলী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে উপজেলা বৈষম্যবিরোধী দাবি আদায় পরিষদের আয়োজনে এই অনশন অনুষ্ঠিত হয়।
অনশনে উপস্থিত ছিলেন সিনিয়র নকল নবীশ মর্জিনা খাতুন, পতিত প্লাবন রায়, খাজা মিয়া, জোবায়দুর রহমান রাসেল, স্বপ্না খাতুন, নিলুফা ইয়াসমীন এবং জলিসহ আরও অনেকে। তারা চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা ছাড়াই তারা কাজ করে যাচ্ছেন, যা তাদের জীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
জাবেদা নকল লেখার কাজ বন্ধ
উল্লেখ্য, গাবতলীসহ সারাদেশে নকল নবীশদের জাবেদা নকল লেখার কাজ গত ৪৪ দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ মানুষের দলিল সংক্রান্ত কাজে জটিলতা তৈরি হয়েছে।
চাকরি জাতীয়করণের দাবি
নকল নবীশরা দীর্ঘদিন ধরে তাদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, এই পদে কাজ করে জীবিকা নির্বাহ করলেও সরকারি চাকরির স্বীকৃতি না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান এবং সরকারের প্রতি এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নকল নবীশদের এই আন্দোলন তাদের অধিকার আদায়ে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে, তবে তাদের এই অনশন কর্মসূচি সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।