নন্দীগ্রামে এক কিশোরীর আত্মহত্যা | Daily Chandni Bazar নন্দীগ্রামে এক কিশোরীর আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০১:০৭
নন্দীগ্রামে এক কিশোরীর আত্মহত্যা
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে এক কিশোরীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে খাদিজাতুল কোবরা (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

জানা যায়, রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১টার মধ্যে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে খাদিজা।

খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন স্থানীয়রা।