নাটোরের নলডাঙ্গায় পৌর ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar নাটোরের নলডাঙ্গায় পৌর ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০২:৫৪
নাটোরের নলডাঙ্গায় পৌর ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরের নলডাঙ্গায় পৌর ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নাটোরের নলডাঙ্গায় পৌরসভা স্থানান্তরের প্রতিবাদে রোববার(১ ডিসেম্বর) নলডাঙ্গা পৌরমোড় চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 
পৌরসভার বাজার এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে অসন্তুষ্ট প্রকাশ করে আসছে নলডাঙ্গার সর্বস্তরের জনগণ।  এলাকাবাসী চাওয়া বর্তমানে যেখানে পৌর ভবনটি স্থাপিত   আছে সেখানেই বহাল রাখার ঐক্যমত পোষন করে পৌর ভবনটি অন্য জায়গায় স্থানান্তরিত করার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসাবে প্রতিবাদী বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলার মেহনতী মানুষের প্রিয়ভাজন ব্যক্তি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন। নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও নলডাঙ্গা এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে   নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্য সমাবেশে অংশ নেন, পৌর বিএনপির অন্যতম নেতা গিয়াস উদ্দিন পাঠান, মহসিন আলী, এস এম সান্টু, পৌর যুবদলের আহ্বায়ক রূপচান মন্ডল,সদস্য সচিব আলতাফ হোসেন,যুগ্ম আহ্বায়ক ডলার খান, মুক্তার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল রহমান, বিএনপি নেতা আক্তার হোসেন, শাহাদাত আলী, এম এ মোমিন,  নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বিগত পৌর মেয়র পৌরবাসীর দাবি উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চলে পৌর ভবনটি স্থাপনের জন্য জমি ক্রয় করে সকল প্রস্তুতি সম্পন্ন করে গেছেন। নলডাঙ্গা পৌরবাসী দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করে আসছে। তাছাড়া পৌর ভবনি  নলডাঙ্গার প্রাণকেন্দ্র হতে ১ কিলোমিটার দূরে স্থাপিত হলে নাগরিক সেবা নিতে চরম ভোগান্তিতে পড়বে পৌর নাগরিকেরা। এ ভোগান্তি থেকে রক্ষা পেতে পৌর ভবনটি পূর্বের জায়গায় রহিত করার দাবি জানানো হয় এই মানববন্ধনে। এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান এর মাধ্যমে উর্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানানো হয়। নলডাঙ্গা পৌরসভা কার্যালয়টি ২০০৩ স্থাপিত হয়।