নাটোরে পল্লী বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান - গ্রাহক ও জনমনে ক্ষোভ | Daily Chandni Bazar নাটোরে পল্লী বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান - গ্রাহক ও জনমনে ক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৬
নাটোরে পল্লী বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান - গ্রাহক ও জনমনে ক্ষোভ
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে পল্লী বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান - গ্রাহক ও জনমনে ক্ষোভ

শেখ "হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ " এমন স্লোগান লিখা বিদ্যুৎ বিলের কপি নাটোরের নলডাঙ্গায় ৪০ হাজার গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে নলডাঙ্গা উপজেলা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেক গ্রাহকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কিন্তু এ বিষয়ে নলডাঙ্গা সাব-জোনান অফিসের কর্মকর্তা (এজিএম)মোঃ আল ইমরান আহমেদ বলেছেন, নতুন জয়েন্ট করা কর্মীরা ভূল করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিলের কপিগুলো পৌঁছে দিয়েছেন। আমরা সংশোধনের চেষ্টা করছি। শেখ হাসিনা সরকার পতনের প্রায় ৪ মাস পরেও রাষ্ট্রীয়সহ বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে নাম মুছে গেলেও বাদ যায়নি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা সাব-জোনাল অফিস থেকে। শেখ হাসিনার প্রচার এখনো অব্যাহত আছে। জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা সাব-জোনাল অফিসের আওতায় প্রায় ৪০ হাজার গ্রাহক রয়েছেন। ছাত্র -জনতার আন্দোলনের পর সারাদেশ থেকে শেখ হাসিনার নাম,ফলকসহ টাঙানো ছবি সরিয়ে ফেলা হয়। কিন্তু এখনো বাদ যায়নি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা সাব-জোনাল অফিসের বিলে শেখ হাসিনার স্লোগান। এখনো শেখ হাসিনার উন্নয়ন বার্তা প্রচার করা হচ্ছে। অক্টোবর -নভেম্বর বিলের কাগজেও তা এখনো দৃশ্যমান রয়েছে। এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ এর গ্রাহক, ও বিভিন্ন রাজনৈতিক  মহলে ক্ষোভের সঞ্চারসহ চলছে নানা আলোচনা -সমালোচনা। বিদ্যুৎ গ্রাহক ও নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ বলেন, হাসিনা পতনের চার মাস হলেও এখনো তার নামসহ স্লোগান বিদ্যুৎ বিলে রয়ে গেছে। হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও বিদ্যুৎ অফিসে এখনো তার দোসররা তার প্রচার চালাচ্ছে। এ অবস্থা দেশের জন্য মোটেও কাম্য নয়। তিনি অচিরেই এই প্রচারণা বন্ধে কতৃপক্ষের নিকট দাবি জানান। পল্লী বিদ্যুৎ এর এমন দায়িত্বহীন কাজের তীব্র নিন্দাও করেছেন তিনি।
এ সম্পর্কে নলডাঙ্গা উপজেলা পল্লী বিদ্যুৎ সাব-জোন অফিসের (এজিএম) মোঃ আল ইমরান আহমেদ বলেছেন, কয়েক মাসের বিদ্যুৎ বিলের কাগজ একবারে ছাপানো হয়। যেহেতু ৫ আগষ্টের আগে ছাপানো তাই আমরা কালো কালি দিয়ে মুছে গ্রাহকদের নিকট পৌঁছে দিয়েছি। অফিসে নতুন কয়েকজন লোক জয়েন্ট করায় তারা ভুলবশত ওই স্লোগানসহ বিদ্যুৎ বিলের কপি গ্রাহকদের কাছে দিয়ে দিয়েছেন। আগামী মাসে এর সংশোধন করা কপি গ্রাহকদের দেয়া হবে।