বগুড়ায় গতকাল ডিবি পুলিশের বিশেষ অভিযানে হত্যাসহ এক ডজন মামলার আসামী সোহাগ সরকার (৪৩) গ্রেফতার হয়েছেন। তিনি শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে।
বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং বগুড়া ডিবি ইনচার্জের নেতৃত্বে বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস টিম শহরের আলোচিত মতিন সরকার ও তুফান সরকারের ভাই হত্যাসহ এক ডজন মামলার আসামী সোহাগ সরকারকে গতকাল ১ ডিসেম্বর দিবাগত রাত ৮টায় তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, গ্রেফতারকৃত সোহাগ সরকারকে বগুড়া সদর থানার নং-৪১ মামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ইতোমধ্যেই হত্যাসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।