সিরাজগঞ্জে ১০ টন সরকারি চাল জব্দ-আটক ৫ | Daily Chandni Bazar সিরাজগঞ্জে ১০ টন সরকারি চাল জব্দ-আটক ৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫০
সিরাজগঞ্জে ১০ টন সরকারি চাল জব্দ-আটক ৫
তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জে ১০ টন সরকারি চাল জব্দ-আটক ৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দের প্রায় ১০ টন চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী গত সোমবার আলাদা দুটি   অভিযান চালিয়ে  সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রি ও মজুতের অভিযোগে ডিলারসহ পাঁচজনকে আটক  করেছে ।  বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া বিষয়টি নিশ্চিত করে  জানান, সন্ধায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ভুইয়াপাড়া এলাকা থেকে প্রায় সোয়া তিন টন চাল জব্দ করে যৌথবাহিনী।  চাল গুলো সেখানে অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ  ঘটনায়  ডিলার  কবিরুল  ইসলাম,  মজুদকারী  আলতাব হোসেন, নুর মোহাম্মদ এবং আব্দুল ওয়াহাবকে আটক করা হয় বলে জানান আফিয়া সুলতানা।
তিনি আরও  বলেন,  এর  আগে  বিকালে  উপজেলার  ধুকুরিয়াবেড়া  ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৌনে সাত টন চাল জব্দ করা হয়। এ ছাড়া মজুদকারী সাইফুল ইসলামকে আটক করে যৌথবাহিনী।এসব ঘটনায় ডিলার ও মজুদকারীসহ  জড়িতদের  বিরুদ্ধে  আলাদা  মামলার  প্রক্রিয়া  চলছে  বলে  জানান ইউএনও আফিয়া সুলতানা।
এ প্রসঙ্গে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমীন বলেন,  চাল  পাচার  ও  বিক্রির  ঘটনায়  আটক  ডিলার  কবিরুলকে  আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে  জেলা  খাদ্যে   কর্মকর্তা   হারুন   আর   রশিদ   জানান, এই  অবৈধ কার্যকলাপের সাথে যারা জরিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।